Conformal fuel tank(CFT)


লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করা বিশেষ অংশটি কি জানেন?

প্রথমে হয়ত দেখে মনে করতে পারেন, এটি এয়ারফ্রেমের অবিচ্ছিন্ন অংশ এবং এগুলা থাকায় বিমানটিকে দেখতেও খুব গর্জিয়াছ লাগে, তাই অন্যান্য সমজাতীয় যুদ্ধবিমান থেকে বেশি শক্তিশালী মনে হয়ে থাকে সাধারণত।

একচ্যুলি, এগুলা হলো তেমন কিছু নয়, এগুলা ফুয়েল ট্যাংক!, এগুলাকে CFT(Conformal fuel tanks) বলা হয়ে থাকে। এই ট্যাংকগুলা যুদ্ধবিমানে একস্ট্রা লাগানো হয়ে থাকে, আবার চাইলেই খুলে রাখা যায় বিমানের কোন ক্ষতি হওয়া ছাড়াই। 

▪️CFT এর সুবিধা হলো: এটি ব্যবহারে বিমানের রেজ্ঞ ড্রামাটিক্যলি বাড়ানো যায়, সাধারণ ফুয়েল ট্যাংক থেকেও বেশি ফুয়েল বহন করতে পারে, যা লং রেজ্ঞ মিশনের জন্য সুবিধাজনক। 

এই ট্যাংকগুলো External fuel tanks এর মত কোন হার্ড পয়েন্টে বহন করেতে হয় না বিধায় বিমানে ওয়েপন লোড সক্ষমতার পরিপূর্ণ বহন করা যায়।

▪️CFT এর অসুবিধা: এটি যুদ্ধবিমানের ম্যনুবারবিলিটি কমিয়ে দেয় এবং এটিকে এক্সটারনাল ফুয়েল ট্যাংকের মত চাইলেই বিমান থেকে মিড এয়ারে ড্রপ করা সম্ভব না। ট্যাংকগুলা খুলার জন্য যু্দ্ধবিমানকে অবশ্যই বেজে আসতে হবে এবং টেকনিশিয়ানের মাধ্যমেই খুলাতে হবে।

যার ফলে CFT বহন করা যু্দ্ধবিমান কোন শত্রুবিমানের মুখোমুখি হলে আকাশ যুদ্ধে বিমানের পূর্ণ এজাইলিটি দিয়ে মোকাবেলা করতে পারে না।

যদিও ট্যাংকগুলি যথাসম্ভব ম্যনুবারবিলিটি কম হ্রাস করার উপর গুরুত্ব দিয়েই ডিজাইন করা হয়।


▪️ এয়ার টু এয়ার মিসাইল কিভাবে টার্গেট শনাক্ত করে?

Post a Comment

Previous Post Next Post