এয়ার টু এয়ার মিসাইল কিভাবে টার্গেট শনাক্ত করে??


বর্তমান রণাঙ্গনে যুদ্ধবিমান হলো অন্যতম গ্যাম চ্যান্জার ওয়েপন, যে বাহীনি যুদ্ধে যত দ্রুত শত্রুর বাহীনির উপর এয়ারসুপিরিওরিটি নিশ্চিত করতে সক্ষম হয় সে বাহীনির দিকেই যুদ্ধের মোড় ঘুরে যায়া।

বর্তমান আকাশ যুদ্ধ এয়ার টু এয়ার মিসাইল বা আকাশ থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য মিসাইল ছাড়া কল্পনাও করা যায় না। অতীতে যুদ্ধবিমানের ক্যানন ব্যবহার করে শত্রুবিমান ধংস করলেও বর্তমানে প্রযুক্তির আধুনিকায়নের ফলে শত্রু বিমান ধংসের উদ্দেশ্যে আবিষ্কৃত হয়েছে বিভিন্ন ধরনের বিমান বিধ্বংসী মিসাইল এবং সেসব মিসাইলের মাধ্যমে শত্রুবিমান থেকে অনেক দূরবর্তী স্থান থেকেই শত্রু বিমান ধংস করা সম্ভব হয়।

বিমানবিধ্বংসী মিসাইল শত্রু বিমানে যথাযতভাবে আঘাত হানতে কয়েক ধরণের গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। এই পোস্টে বর্তমানে অত্যাধিক সফলভাবে ব্যবহার হওয়া প্রচলিত তিন ধরনের গাইডেন্স সিস্টেম নিয়ে লিখব যথাক্রমে:-
১. Active radar গাইডেন্স...
২. Semi active radar গাইডেন্স...
৩. Infrared Radar গাইডেন্স...

★ Active radar guidance:
Active radar হোমিং গাইডেড মিসাইলের অগ্রভাগে স্বতন্ত্র রাডার বসানো থাকে যা বিমান থেকে মিসাইল লন্সের পর নিজে থেকে টার্গেট খুজে নিয়ে টার্গেটে হিট করতে পারে। একটিভ রাডার গাইডেন্স যুক্ত মিসাইল দুইটি পেইসে ফ্লাই করে টার্গেট ধংস করে,, যা যথাক্রমে mid course বা মধ্যবর্তী পথ এবং terminal phase বা প্রান্তিক পথ।
মিডকোর্স পেইসে মিসাইল গাইডেন্স ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করে ফ্লাই করে এবং টার্মিনাল পেইসে রাডারে থাকা ট্রান্সমিটার Electromagnetic তরঙ্গ নিঃসরণ করে যা টার্গেটের অবস্থান,দূরত্ব, গতিবিধি এবং গতিপথ ডিটেক্ট করে এবং তা ট্রান্সিভারের Receiver এর সাহায্যে তা টার্গেটের অবস্থান, দূরত্ব, গতিবিধি ও গতিপথ রাডার গ্রহন করে।

Active radar homing guided যুক্ত মিসাইল যুদ্ধবিমানের রাডারের উপর নির্ভর করতে হয় না তাই এধরনের মিসাইলকে Fire and forget রোলে প্লে করা যায় যা নিজেই নিজের টার্গেট খুজে নিতে পারে।
Active radar guided মিসাইলের ন্যাটো রিপোর্টিং কোড Fox3...

★Semi active radar guidance:
Semi active রাডার হোমিং গাইডেন্স সিস্টেমে active radar guidence সিস্টেমের মত Transmitter থাকে না শুধু Receiver থাকে তাই semi active radar guidence যুক্ত মিসাইল টার্গেট খুজে পেতে যুদ্ধবিমানের রাডারের উপর নির্ভরশীল। যার কারনে যুদ্ধবিমানকে মিসাইল লন্স করার পরও শত্রুবিমানের অভিমুখে অবস্থান করতে হয় মিসাইল হিট না করা পর্যন্ত।
Semi active radar guided মিসাইলের ন্যাটো রিপোর্টিং কোড Fox1...

★ Infrared radar guidance:

Infrared radar homing গাইডেন্স যুক্ত মিসাইল শত্রুবিমানের heat signature ট্রাক করে টার্গেটের দিকে ধাবিত হয়,, ইন্ফ্রারেড গাইডেন্স যুক্ত মিসাইলকে Heat seeker মিসাইলও বলা হয়ে থাকে।
Infrared radar guided মিসাইলের ন্যাটো কোড Fox2..

Post a Comment

Previous Post Next Post