গতকাল রাত ১ ঘটিকার সময় ভারতের পান্জাব প্রদেশে রুটিন ফ্লাইর সময় ভারতীয় বায়ুসেনার একটি Mig-21 যুদ্ধবিমান ক্রাশ ও পাইলটের মৃত্যু হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় বিমানবাহিনী কতৃপক্ষ।
এই নিয়ে চলতি বছরে মোট ৩টি মিগ-২১ যুদ্ধবিমান ক্রাশ করেছে। মিগ২১ যুদ্ধবিমানগুলো প্রায় গত ৫০ বছর যাবৎ মিগ২১ ভারতীয় বায়ুসেনার বহরে যুক্ত থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে,মেয়াদ উত্তীর্ণ যুদ্ধবিমান গুলা প্রায় সময়েই ক্রাশ করে বলে মিগ-২১ যুদ্ধ বিমানকে ফ্লাইং কফিন বলা হয়ে থাকে।
আরো পড়ুনঃ নাইজেরিয়া আনুষ্ঠানিকভাবে চীন ও পাকিস্তানের যৌথভাবে নির্মীত JF-17 যুদ্ধবিমান বহরে যুক্ত করতে যাচ্ছে