সোভিয়েত ইউনিয়ন বরাবরই বিশ্বে মিসাইল প্রযুক্তিতে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল তার ধারাবাহিতা এখনো ধরে রেখেছে রাশিয়া।
রাশিয়ার মিসাইল বহরে থাকা ১০টি স্ট্রাটেজিক ব্যালিস্টিক মিসাইল যথাক্রমেঃ
১. RSM-56 Bulava: RSM-56 মিসাইল হলো MIRV প্রযুক্তি সম্পন্ন সাবমেরিন লন্স ব্যালিস্টিক মিসাইল। RSM-56 Bulava ১০০-১৫০ কিলোটনের ৬-১০টি ওয়ারহেড বহনে সক্ষম।
রেজ্ঞ ৮০০০ কিলোমিটার।
২. R-29 RMU Sineva: রাশিয়ার বহরে যুক্ত থাকা অন্যতম R-29 সিরিজের MIRV সম্পন্ন সাবমেরিন লন্স ব্যালিস্টিক মিসাইল R-29 RMU Sineva... যা ৫০০কিলোটন ওজনের ৪টি বা ১০০ কিলোটন ওজনের ১০টি ওয়ারহেড বহনে সক্ষম R-29 RMU Sineva ব্যালিস্টিক মিসাইল,,,রেজ্ঞ - ৮০০০ - ১১০০০ কিলোমিটার।
৩. R-29 RMU2.1 Layner: R-29 Layner হলো রাশিয়ার বহরে যুক্ত থাকা R-29 সিরিজের সাবমেরিন লন্স ব্যালিস্টিক মিসাইল। MIRV প্রযুক্তি সম্পন্ন R-29 Layner ব্যালিস্টিক মিসাইল ১০০ কিলোটন ওজনের সর্বমোট ১২টি ওয়ারহেড বহন করতে সক্ষম,,, রেজ্ঞ ৮০০০-১২০০০ কিলোমিটার।
৪. R-29 RM Shtil: R-29 সিরিজের অন্যতম সাবমেরিন লন্স ব্যালিস্টিক মিসাইল ১০০ কিলোটন ওজনের ৪টি ওয়ারহেড বহন করতে সক্ষম,,,রেজ্ঞ ৮৫০০ কিলোমিটার।
৫. RS-24 Yars: RS-24 হলো MIRV প্রযুক্তি সম্পন্ন ইন্টারকন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল(ICBM)... ৩০০-৫০০ কিলোটন ওজনের ৩-৪ ওয়ারহেড বা ১৫০ কিলোটন ওজনের ৪-৬ টি ওয়ারহেড বহন করতে সক্ষম,,,রেজ্ঞ ১১০০০ - ১২০০০ হাজার কিলোমিটার।
৬. RT-2PM Topol: সোভিয়েত ইউনিয়নের তৈরি আইসিবিএম RT-1PM Topol ৮০০ কিলোটন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম,,, রেজ্ঞ ১১০০০ কিলোমিটার।
৭. RT-2PM2 Topol-M: এটি ইন্টারকন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল যা মেগাটন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম,,,রেজ্ঞ ১১০০০ কিলোমিটার।
৮. UR-100 N: সোভিয়েত ইউনিয়নের তৈরি বর্তমানে রাশিয়ার বহরে থাকা আইসিবিএম যা বিভিন্ন বেরিয়েন্টের উপর ভিত্তি করে ৬টি বা তার অধিক ওয়ারহেড বহন করতে সক্ষম,,,রেজ্ঞ ১০০০০ কিলোমিটার।
৯. R-36M: এটি বর্তমানে রাশিয়ার বহরে থাকা সবচেয়ে আধুনিক ও লংরেজ্ঞের মিসাইল। ৫৫০-৭৫০ কিলোটন ওজনের প্রায় ১০টি হয়ারহেড বহনে সক্ষম R-36M...
রেজ্ঞ- ১৬০০০ কিলোমিটার,, এটি পৃথীবির সবচেয়ে লং রেজ্ঞ মিসাইল।
১০. RS-28 Sarmat: বর্তমানে RS-28 মিসাইল ডেবালপমেন্ট পর্যায়ে রয়েছে,,, যা দিয়ে R-36M মিসাইলগুলি পর্যায়ক্রমে রিপ্লেস করা হবে। রেজ্ঞ ১৮০০০ কিলোমিটার এবং ১০-১৫ ওয়ারহেড বহন করতে RS-28 Samrat....যা টার্গেটের ১০মিটারের মধ্যে আঘাত আনতে সক্ষম।