রাশিয়ার ১০ স্ট্রাটিজিক ব্যালিস্টিক মিসাইল

 


সোভিয়েত ইউনিয়ন বরাবরই বিশ্বে মিসাইল প্রযুক্তিতে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল তার ধারাবাহিতা এখনো ধরে রেখেছে রাশিয়া।

রাশিয়ার মিসাইল বহরে থাকা ১০টি স্ট্রাটেজিক ব্যালিস্টিক মিসাইল যথাক্রমেঃ

১. RSM-56 Bulava: RSM-56 মিসাইল হলো MIRV প্রযুক্তি সম্পন্ন সাবমেরিন লন্স ব্যালিস্টিক মিসাইল। RSM-56 Bulava ১০০-১৫০ কিলোটনের ৬-১০টি ওয়ারহেড বহনে সক্ষম।

রেজ্ঞ ৮০০০ কিলোমিটার।

২. R-29 RMU Sineva: রাশিয়ার বহরে যুক্ত থাকা অন্যতম R-29 সিরিজের MIRV সম্পন্ন সাবমেরিন লন্স ব্যালিস্টিক মিসাইল R-29 RMU Sineva... যা ৫০০কিলোটন ওজনের ৪টি বা ১০০ কিলোটন ওজনের ১০টি ওয়ারহেড বহনে সক্ষম R-29 RMU Sineva ব্যালিস্টিক মিসাইল,,,রেজ্ঞ - ৮০০০ - ১১০০০ কিলোমিটার।

৩. R-29 RMU2.1 Layner: R-29 Layner হলো রাশিয়ার বহরে যুক্ত থাকা R-29 সিরিজের সাবমেরিন লন্স ব্যালিস্টিক মিসাইল। MIRV প্রযুক্তি সম্পন্ন R-29 Layner ব্যালিস্টিক মিসাইল ১০০ কিলোটন ওজনের সর্বমোট ১২টি ওয়ারহেড বহন করতে সক্ষম,,, রেজ্ঞ ৮০০০-১২০০০ কিলোমিটার। 

৪. R-29 RM Shtil: R-29 সিরিজের অন্যতম সাবমেরিন লন্স ব্যালিস্টিক মিসাইল ১০০ কিলোটন ওজনের ৪টি ওয়ারহেড বহন করতে সক্ষম,,,রেজ্ঞ ৮৫০০ কিলোমিটার। 

৫. RS-24 Yars: RS-24 হলো MIRV প্রযুক্তি সম্পন্ন ইন্টারকন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল(ICBM)... ৩০০-৫০০ কিলোটন ওজনের ৩-৪ ওয়ারহেড বা ১৫০ কিলোটন ওজনের ৪-৬ টি ওয়ারহেড বহন করতে সক্ষম,,,রেজ্ঞ ১১০০০ - ১২০০০ হাজার কিলোমিটার। 

৬. RT-2PM Topol: সোভিয়েত ইউনিয়নের তৈরি আইসিবিএম RT-1PM Topol ৮০০ কিলোটন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম,,, রেজ্ঞ ১১০০০ কিলোমিটার। 

৭. RT-2PM2 Topol-M: এটি ইন্টারকন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল যা মেগাটন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম,,,রেজ্ঞ ১১০০০ কিলোমিটার। 

৮. UR-100 N: সোভিয়েত ইউনিয়নের তৈরি বর্তমানে রাশিয়ার বহরে থাকা আইসিবিএম যা বিভিন্ন বেরিয়েন্টের উপর ভিত্তি করে ৬টি বা তার অধিক ওয়ারহেড বহন করতে সক্ষম,,,রেজ্ঞ ১০০০০ কিলোমিটার। 

৯. R-36M: এটি বর্তমানে রাশিয়ার বহরে থাকা সবচেয়ে আধুনিক ও লংরেজ্ঞের মিসাইল। ৫৫০-৭৫০ কিলোটন ওজনের প্রায় ১০টি হয়ারহেড বহনে সক্ষম R-36M...

রেজ্ঞ- ১৬০০০ কিলোমিটার,, এটি পৃথীবির সবচেয়ে লং রেজ্ঞ মিসাইল।

১০. RS-28 Sarmat: বর্তমানে RS-28 মিসাইল ডেবালপমেন্ট পর্যায়ে রয়েছে,,, যা দিয়ে R-36M মিসাইলগুলি পর্যায়ক্রমে রিপ্লেস করা হবে। রেজ্ঞ ১৮০০০ কিলোমিটার এবং ১০-১৫ ওয়ারহেড বহন করতে RS-28 Samrat....যা টার্গেটের ১০মিটারের মধ্যে আঘাত আনতে সক্ষম। 

Post a Comment

Previous Post Next Post