আপনি কি জানেন, রাশিয়া কিভাবে ইসরাইলি এডভান্স এয়ারডিফেন্স সিস্টেম David sling মিসাইল নিজেদের হাতে পেয়েছিল?
২৩শে জুলাই ২০১৮ সালে সিরিয়ান আর্মড ফোর্স ইসরাইলের দিকে দুইটি Tochka ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে যা ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম এবং রেজ্ঞ ১০০ কিলোমিটার। ইসরাইলি এয়ারডিফেন্স ফোর্স Tochka ব্যালিস্টিক মিসাইল দুইটি ইন্টার্সেপ্ট করতে দুইটি David's sling সার্ফেস টু এয়ার মিসাইল(SAM) নিক্ষেপ করে।
Tochka ব্যালিস্টিক মিসাইল দুইটা ম্যানোভারিং করে সিরিয়ায় এক কিলোমিটার ভিতরে বিষ্ফোরিত হলে
ইসরাইলের নিক্ষেপ করা David's sling গুলা সিরিয়া বাহীনির হাতে চলে যাওয়ার আশংকায় ইসরাইল নিজেদের স্যাম নিজেদেরই ধংস করার প্রয়োজন পড়ে। ইসরাইল একটি নিজ আকাশে ধংস করতে সক্ষম হলেও অন্যটি করতে ব্যর্থ হয়। সুতারাং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় সিরিয়ার মাঠিতে আছড়ে পড়ে এবং তা সিরিয়া বাহীনি রাশিয়ার হাতে তুলে দেয়।
Tochka মিসাইল হলো সোভিয়েত ইউনিউনের তৈরি সর্ট রেজ্ঞ ব্যালিস্টিক মিসাইল। ১৯৬৮ সালে Tochka মিসাইল তৈরির প্রজেক্ট হাতে নেয় এবং ১৯৭৩ সালে তা প্রোডাকশনে যায়। ইসরাইলের বহরে থাকা মার্কিন পেট্রয়েট এয়ারডিফেন্স সিস্টেম রিপ্লেস করতে ইসরাইল ও অমেরিকা যৌথভাবে David sling তৈরি করে।
তাই David sling এয়ারডিফেন্স রাশিয়ার হাতে যাওয়ার পেট্রয়েট মিসাইলেরও গোপন তথ্য রাশিয়া পেয়ে যাওয়ার আশংকা আছে।
অমেরিকা ও ইসরাইল বারবার রাশিয়ার কাছ থেকে David sling মিসাইলটি ফেরত চাইলেও রাশিয়া তা বরাবরই পত্যাখ্যান করেছে।
আরো পড়ুনঃ