মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করে দিয়েছে হাউছি আনসারুলল্লাহ আন্দোলন

 

আনসারুলল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুল সালাম। ছবিঃ সংগৃহীত।

ইয়েমেনের যুদ্ধবিরতির ব্যাপারে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করে দিয়েছে হাওছি আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ইয়েমেনে নিয়োগকৃত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত Timothy Lenderking, যুদ্ধ বিরতির যে প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়ন করলে ইয়েমেনের সঙ্কট আরো বাড়বে এবং যুদ্ধ দীর্ঘায়িত হবে।


শনিবার ইয়েমেনের আরবি সংবাদমাধ্যম আল্-মাসিরাকে দেয়া  সাক্ষাৎকারে হাউছি মুখপাত্র আব্দুস সালাম বলেন, মার্কিন যুদ্ধ বিরতি পরিকল্পনায় সৌদি আরবের এজেন্ডা রক্ষা করা ছাড়া নতুন কিছু নেই। পরিকল্পনায় সৌদি নেতৃত্বাধীন আরব-জোটের অবরোধ ভাঙার কোনো বক্তব্য নেই। যুদ্ধবিরতির উপযুক্ত পদক্ষেপও নেই। এটি প্রকৃতপক্ষে বিকল্প একটি পথ যার মাধ্যমে সৌদি আরব কূটনৈতিকভাবে আবার অবরোধ শুরু করতে পারবে। মার্কিন বিশেষ দূত Timothy Lenderking, এর উপস্থাপন করা প্রস্তাবনাটি একটি চক্রান্তমূলক প্রস্তাবনা।

আনসারুলল্লাহ মুখপাত্র আরো বলেন ‘যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ব্যাপারে খুব আন্তরিক হতো তাহলে তারা চূড়ান্তভাবে সৌদি-জোটের আগ্রাসন এবং অবরোধের অবসান ঘটানোর ব্যবস্থা করতো। তখন আমরা এই যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানাতে পারতাম।’

আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আরো বলেন, কথিত শান্তি পরিকল্পনার নামে যুক্তরাষ্ট্র সৌদি আরবের যে শর্ত উপস্থাপন করেছে তার মাধ্যমে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ এবং অবরোধকে সমর্থন করছে

Post a Comment

Previous Post Next Post