![]() |
Photo: Chang Bogo-Class Submerine. Source:collected |
আজ ইন্দোনেশিয়ান নৌবাহীনির হাতে ইন্দোনেশিয়ার অর্ডার করা সর্বশেষ ডিজেল ইলেক্ট্রনিক শক্তিচালিত Chang Bogo-Class submerine বুঝিয়ে দেয় দক্ষিন-কোরিয়া।
২০১১ সালে ইন্দোনেশিয়া সাউথ-কোরিয়ার সাথে $১.১৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ১৪০০ টনের তিনটি ডিজেল ইলেক্ট্রনিক শক্তিচালিত Chang Bogo-Class Submerine ক্রয়ের চুক্তি করে, যথাক্রমে প্রথমটি ২০১৭ সালে, দ্বিতীয়টি ২০১৮ সালে ও আজ তৃতীয়টি বা সর্বশেষ সাবমেরিন হাতে বুঝে পায় ইন্দোনেশিয়ান নৌবাহীনি।
মূলত Chang Bogo-Class Submerine হলো জার্মানির type209 সাবমেরিনের আফগ্রেড ভার্ষন যা সাউথ কোরিয়ার জন্য তৈরি করে জার্মানির Howaldtswerke-Deutsche Werft কোম্পানি।
২০ হাজার কিমি রেজ্ঞের ডিজেল ইলেক্ট্রনিক সাবমেরিনটিতে ৮টি ৫৩৩মিমি টর্পেডো টিউবে ১৪টি হেভিওয়েট টর্পেডো ও ২৮০-৩০০কিমি রেজ্ঞের Harpoon এন্টিশিপ মিসাইল বহন করে। টর্পেডো ও এন্টিশিপ মিসাইলের পরিবর্তে ২৮টি সি মাইনও বহন করতে পারে Chang Bogo-Class Submerine.