সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলার দাবী ইয়েমেনি হুতি/আনসারুলল্লাহ বাহীনির

 



আজ আনসারুলল্লাহ আন্দোলনের মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহ্হিয়া শেরি তার টুইট বার্তায় দাবী করে ইয়েনের বিরুদ্ধে সৌদি আরবের অন্যায্য অবরোধ ও নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে অনবিরত প্রতিশোধ মূলক হামলার অংশ হিসেবে রিয়াদ শহরের আরামকো তেল শোধনাগারে অন্তত ৬টি ড্রোন দ্বারা হামলা চালায় ইয়েমেনি আর্মড ফোর্স..


আরো পড়ুন: মার্কিন যুদ্ধ বিরতি প্রস্তাব নাকছ করে দিয়েছে আনসারুলল্লাহ আন্দোলন


এবং তার টুইট বার্তায় সৌদিআরবের বিরুদ্ধে চালানো হামলা সফলভাবে টার্গেটে ধংস করেছে বলেও দাবী করা হয়। সাধারন নাগরিক ও বৈদেশিক কোম্পানিকে সৌদিআরবের সামরিক স্থাপনা থেকে দূরে থাকতেও অনুরোধ করেছে ইয়েমেনি আর্মড ফোর্স।

Post a Comment

Previous Post Next Post