নাইজেরিয়া আনুষ্ঠানিকভাবে ২০শে মে JF17 thunder block II ফাইটার জেট নাইজেরিয়ান এয়ারফোর্সে যুক্ত করতে যাচ্ছে


নাইজেরিয়ান এয়ারফোর্সের ওফিশিয়াল ফেজবুক পেইজে এক পোস্টে নাইজেরিয়ান এয়ারফোর্স পাকিস্তান থেকে সদ্য ক্রয় করা JF-17 thunder block II মাল্টিরোল এয়ারক্রাফট তাদের ৫৭ম নাইজেরিয়ান বিমান বাহীনি বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে যুক্ত করতে যাচ্ছে বলে জানিয়েছে।

নাইজেরিয়া বিমান বাহীনি ইতিমধ্যে পাকিস্তান থেকে অর্ডার করা ৩টি চীন ও পাকিস্তানের যৌথভাবে নির্মীত JF-17 thunder block II যুদ্ধবিমানেরই ডেলিবারি পেয়েছে। এয়ারফ্রেম ও আর্মামেন্ট মিলিয়ে প্রতিটি JF-17 block II যুদ্ধবিমান $60 মিলিয়ন মূল্যে ক্রয় করেছে নাইজেরিয়া। 

Post a Comment

Previous Post Next Post