Photo:Mil Mi-28N Attack Helicopter. |
যুদ্ধক্ষেত্রে হেলিকপ্টারের প্রধান কাজ হলো শত্রুর ল্যান্ড টার্গেট তথা ট্যাংক, APC, IFV ও অন্যান্য যুদ্ধযান, ছোটখাটো নৌযান ধ্বংস সহ শত্রুর পজিশনে এয়ারস্ট্রাইক পরিচালনা করা, যার কারণে এট্যাক হেলিসমূহ বিপুল পরিমাণ এন্টি ট্যাংক মিসাইল ও রকেট দ্বারা সজ্জিত থাকে এবং এয়ার থ্রেট হিসেবে শত্রুর ড্রোন সুটডাওনের উদ্দেশ্যে সর্ট রেজ্ঞ এয়ার টু এয়ার মিসাইল বহন করে।
যুদ্ধক্ষেত্রে হেলিকপ্টার ব্যবহারের প্রধান শর্ত, এয়ারসুপিওরিটি নিশ্চিত করা, অথবা হেলিকপ্টারকে যু্দ্ধবিমান দিয়ে এয়ার সাপোর্ট দেওয়া। নয়ত যেকোন হেলি হেভি-ক্যসুয়্যল্টিতে ভোগবে। এয়ারসুপিওরিটি নিশ্চিত করতে পারলে আর হেলিকপ্টারের জন্য থ্রেট হিসেবে বাকি থাকে এয়ার ডিফেন্স ও কাঁধে বহনযোগ্য ম্যানপেড মিসাইল। এয়ার সুপিরিয়রিটি নিশ্চিতের সাথে সাথে যু্দ্ধবিমানের প্রধান কাজ Suppression of Enemy Air Defences (SEAD) ওপারেশন পরিচালনার মাধ্যমে শত্রুর এয়ার ডিফেন্স নেটওয়ার্ক ধ্বংস করে করে দেওয়া।
তারপরই আসে হেলিকপ্টারের প্রধান কাজ, হাতে গনা কয়েকটা হেলিকপ্টারই শত্রুর বিশাল ট্যাংক বহরকে ধরাশায়ী ও পদাতিক সৈন্য বাহীনিকে নাকানিচুবানি খাইয়ে, যুদ্ধের মোড় ঘুড়িয়ে দিতে সক্ষম। এবং তখন হেলিকপ্টারের প্রধান থ্রেট হিসেবে থাকে শুধু মাত্র পদাতিক বাহীনি কাঁধে বহনযোগ্য ম্যানপেড ও ইলেক্ট্রনিক জ্যামিং। যার কারণে,আমি ব্যক্তিগতভাবে এট্যাক হেলির ম্যানপেড প্রতিরোধ, জ্যামিং ও জ্যামিং প্রতিরোধ সক্ষমতাই প্রধান বিবেচ্য হিসেবে মনে করি।
সে হিসেবে রাশিয়ান Mi28NE হেলিকপ্টার খুবই আধুনিক একটি হেলি এবং পশ্চিমা হেলিকপ্টারের উচ্চ মূল্যের কারণে আমি কখনোই পশ্চিমা এট্যাক হেলিকপ্টারের প্রতি আগ্রহী ছিলাম না। বাংলাদেশ যদি মার্কিন AH64 Apache হেলি ক্রয় করত তাহলে কমপক্ষে হলেও প্রতি ইউনিটের জন্য $১০০ মিলিয়নের বেশি খরচ করতে হতো। তাই পশ্চিমা হেলিকপ্টার কিনে এত অর্থ খরচের কোন মানে হয় না।
বর্তমানে বাংলাদেশ প্রতিটা রাশিয়ান Mi-28NE হেলিকপ্টার কিনছে, প্রায় $৫০মিলিয়ন করে। ট্রেনিং, টেক্স, বিমা ও অন্যান্য খরছ বাবদ প্রতি ইউনিট কস্ট দাড়াই প্রায় $৬০মিলিয়ন ডলারে। তবে Mi28NE হেলিকপ্টারের ক্ষেত্রে দামটা অনেক বেশিই হচ্ছে, Mi-28NE হেলির প্রতি ইউনিট $২৫-$৩০ মিলিয়ন, সাথে অন্যান্য খরচ সহ $৩৫-$৪০ মিলিয়নই যথেষ্ট ছিল।
আমরা এই প্রতি ইউনিট $৬০ মিলিয়ন দিয়ে Ah-64 Apache হেলির যোগ্য প্রতিদ্বন্দ্বী Ka52 Alligator হেলিকপ্টারও ক্রয় করতে পারতাম..
Photo:Ka-52 Alligator Attack Helicopter. |